Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে ৫০০ টাকায় মিলছে বিভিন্ন কোম্পানির সিমকার্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৫০০ টাকায় পাওয়া  যাচ্ছে  বাংলাদেশি বিভিন্ন কোম্পানির সিমকার্ড। এই সিম ব্যবহার করে মাদক ও মানব পাচারসহ নানা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত রোহিঙ্গারা।

এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশি সিম অবৈধভাবে কারা রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছে তা তদন্ত করা হচ্ছে। এর সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘সম্প্রতি ইয়াবা কারবারের সাথে যুক্ত গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন রোহিঙ্গার কাছ থেকে বাংলাদেশি মোবাইল ও সিম জব্দ করা হয়। তদন্ত করে দেখা যায়, ওই সিম নম্বরটি বাংলাদেশি নাগরিকের নামে রেজিস্ট্রেশন করা। ফলে তদন্তে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।’

তিনি আরও জানান, ‘কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ঘিরে গড়ে উঠেছে অবৈধ বাংলাদেশি বিভিন্ন কোম্পানির সিম বিক্রি চক্র। এ চক্রের সঙ্গে জড়িত রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি, দালাল চক্রের সদস্য এবং বাংলাদেশি নাগরিক। এ নাগরিকরাই বিভিন্ন জনের কাছ থেকে রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহ করে। পরবর্তীতে তা রোহিঙ্গা ক্যাম্পের দালালদের কাছে দেয়। রোহিঙ্গা ক্যাম্পে একেকটি সিম বিক্রি হয় ৫০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকায়।’

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ‘গত দুই মাসে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ কমপক্ষে ২০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি বাংলাদেশি বিভিন্ন কোম্পানির সিমও জব্দ করা হয়।’

এদিকে গ্রেপ্তারকৃতদের দাবি, ‘রোহিঙ্গা ক্যাম্পের দালাল চক্রের কাছ থেকে টাকার বিনিময়ে তারা সিম সংগ্রহ করেছে। এসব সিমের নম্বর দিয়ে মাদক পরিবহনের সময় ক্রেতা ও বিক্রেতার সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরে তা নষ্ট করে ফেলা হয়। একটা সিম একবারই ব্যবহার করা হয়।’

Bootstrap Image Preview