Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনা লক্ষণের অজুহাতে অফিসে ছুটি আর নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১১:২৬ AM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ১১:২৯ AM

bdmorning Image Preview


করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে সেটার অজুহাত দিয়ে অফিসে অনুপস্থিত থাকা যাবে না, উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে হবে বলে সতর্কতামূলক অফিস আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য একটি সতর্কতামূলক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারিকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সংক্রমন রোধে পাঁচটি অনুশাসন প্রতিপালনের নির্দেশ দেয়া হয়েছে।’

শ্রম ও কর্মসংস্থানের অনুশাসনগুলো হলো- ‘কোন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ যেমন- জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য উপসর্গ প্রকাশ পেলে মন্ত্রণালয়ের প্রশাসন শাখাকে অবহিত করে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হলে কোন অজুহাতেই অফিসে অনুপস্থিত থাকা যাবে না। পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হলে সেই কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী কোভিড-১৯ নেগেটিভ না হওয়া পর্যন্ত বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলে মন্ত্রণালয়কে অবহিত করে অফিসে উপস্থিত হতে হবে।’

কর্মস্থলে অবস্থানকালে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ/পজেটিভ যাই হোক মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় তার অনুলিপি জমা দিতে হবে।

Bootstrap Image Preview