Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসলাম ধর্ম কারো কাছে লিজ দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৩১ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৪৩ PM

bdmorning Image Preview


আন্দোলনের নামে আর আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না। সরকার এদের কঠোর হাতে দমন করবে। বিএনপি ভাস্কর্য বিরোধীদের ইন্ধন দিচ্ছে। ভাস্কর্য বিরুদ্ধে যারা কথা বলছেন, তাদের অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। সেইসব দলের নির্বাচন কমিশনে নিবন্ধনও আছে। তাই তাদের বক্তব্য রাজনৈতিক। ইসলাম ধর্ম কারও কাছে লিজ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, করোনার শুরু থেকেই আওয়ামী লীগ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আর কেউ পাশে ছিল না। মানুষের সেবা করতে গিয়ে আওয়ামী লীগের ছয়শ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। বিএনপি প্রেসক্লাব, নয়াপল্টন আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমালোচনার বাক্স খুলে বসেছে। রাজনীতি মানে মানুষের সেবা করা। আওয়ামী লীগ নেতাকর্মীরা এই মন্ত্র বুকে ধারণ ও লালন করে।

বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির বিএফইউজে-ডিইউজে সদস্যদের মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, করোনার শুরু থেকেই উদ্দেশ্যমুলকভাবে ভীতি ও গুজব ছড়ানো হয়েছে। এসব ভুল প্রমাণ করে শেখ হাসিনা দক্ষ হাতে করোনা নিয়ন্ত্রণ করছেন। সারাবিশ্বই যখন জিডিপিতে মাইনাস সেখানে বাংলাদেশ ইতিবাচক জিডিপিতে শীর্ষে অবস্থান করছে। এগুলো অনেকেরই সহ্য হয় না।

Bootstrap Image Preview