Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনুমোদনহীন টেস্টিং কিটে পরীক্ষা করা যাবে না: স্বাস্থ্য মন্ত্রণালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০, ১১:৩৪ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০২০, ১১:৩৪ PM

bdmorning Image Preview


অনুমোদনহীন টেস্টিং কিটে করোনা পরীক্ষা করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিডিয়া সেল। 

শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের আহ্বান মো. হাবিবুর রহমান খান মিডিয়া সেলের মূল ফোকাল পয়েন্ট হিসেবে ব্রিফিং করেন। ব্রিফিংকালে সেলের আহ্বায়ক মিডিয়া সেল গঠনের কারণগুলো তুলে ধরেন ও কমিটির কর্মপরিকল্পনা ব্যক্ত করেন।

ব্রিফিংকালে মো. হাবিবুর রহমান খান করোনাভাইরাস মোকাবেলায় সরকার শুরু থেকে যে কাজগুলো করেছে- তা ধারাবাহিকভাবে তুলে ধরেন।

বর্তমানে বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদনহীন টেস্টিং কিটস রয়েছে উল্লেখ করে প্রশ্ন করা হলে মিডিয়া সেলের আহ্বায়ক বলেন, সরকারের অনুমোদনহীন কোনো কিটস গ্রহণযোগ্য নয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিটসের মাধ্যমেই কেবল পরীক্ষা করা হচ্ছে। র‌্যাপিড কিটস নিয়েও বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে।

করোনা প্রতিরোধে দেশব্যাপী সব হাসপাতালে চিকিৎসা সেবা মনিটরিংয়ের জন্য বর্তমানে মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা মনিটরিংয়ে নিয়োজিত রয়েছেন এবং জেলা শহরে করোনা পরীক্ষায় ব্যবহারের জন্য ২টি করে আলাদা গাড়ি বরাদ্দ রাখা আছে বলে জানান হাবিবুর রহমান খান। করোনা মোকাবেলায় নতুন আরও দুই হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে প্রেস ব্রিফিংয়ের আগে সকাল ১১টায় মিডিয়া সেলে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিদিনের মিডিয়া মনিটরিং করে তার রিপোর্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করার উদ্যোগ নেয়া হয় এবং করোনায় সব তথ্য আপডেট রাখতেও কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়।

ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বেগম রীনা পারভীন, যুগ্ম-সচিব নিলুফার নাজনীন ও মিডিয়া সেলের সদস্য সচিব মো. মাইদুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

Bootstrap Image Preview