Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে ১৩ বছরের কিশোরী ধর্ষণ, মামলার জন্য দুই থানার সীমানা নিয়ে রশি টানাটানি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০৬:১৭ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০৬:১৭ PM

bdmorning Image Preview


কিশোরঞ্জের ভৈরবে জগন্নাথপুরে রেল লাইনের পাশে ১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার মামলা নিয়ে ভৈরবের রেলওয়ে থানা ও ভৈরব থানার সীমানা নিয়ে রশি টানাটানির পর বিকেলে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর খালা (মায়ের বোন) বিলকিছ বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, কিশোরী মেয়েটি তার খালার বাসা টঙ্গি থেকে ভৈরব বাসস্ট্যান্ডে নামে। এসময় রাত আনুমানিক ৮টা। পরে মেয়েটি সিলেটের বাসে ওঠতে এক রিকশাচালকের সহযোগিতা চায়। রিকশা চালক তাকে রিকশায় তুলে দেয়। এসময় আরেক যুবকও ওই কিশোরীর রিকশায় ওঠে পড়ে। পরে মেয়েটিকে সিলেট বাসস্ট্যান্ডে পৌঁছে না দিয়ে উল্টো দিকে জগনাথপুরে রেল লাইনের অদূরে একটি নির্জন ঝোপে নিয়ে যায়।

ওসি আরো বলেন, মুখ চেপে ধরে কয়েকজন তাকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে দাবি ওই কিশোরীর। পরে মেয়েটিকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইলে স্থানীয় এক ব্যক্তিকে দেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনার পর মেয়েটিকে রেলওয়ে থানায় নিয়ে আসে জৈনক ব্যক্তি। এসময় রাত আনুমানিক দেড়টা। মেয়েটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

মামলা নিয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, ঘটনাটি তার থানার সীমানা থেকে ২৫ ফুট দূরে ঘটেছে। ওই জায়গা ভৈরব থানার সীমানায়। আর ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ধর্ষণের ঘটনাটি রেলওয়ে থানার আওতায় হওয়ায় মামলাটি রেলওয়ে থানায় হবে।

ওই কিশোরীর খালা বিলকিছ বেগম বলেন, এ ঘটনার মামলা নিয়ে ভৈরব থানা ও রেলওয়ে থানার মধ্যে রশি টানাটানির পর ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়।

Bootstrap Image Preview