Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন যুব মহিলা লীগ নেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৮:৫৭ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৮:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর সংরক্ষিত (২২, ২৩ ও ২৬ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে) ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিলুফার রহমান। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। এ ওয়ার্ডে বিএনপি বা অন্য দলের কোনো প্রার্থী নেই।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় বৃহস্পতিবার (২ জানুয়ারি)।যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হওয়ায় অনানুষ্ঠানিক ভাবে বিজয়ী হন নিলুফার রহমান।

নিলুফার রহমান বলেন, আমার ওয়ার্ডে ছয়জন মনোনয়নপত্র নিয়েছিল। আমিই এখন একমাত্র প্রার্থী। এবারই প্রথম ভোট করছি, আমার পক্ষে দলীয় সমর্থনও রয়েছে। তবে অন্য প্রার্থীরা কেন জমা দেননি আমি জানি না; সৌভাগ্য আমার। ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আমিও আক্রান্ত হয়েছি। এখন সেবা করার সুযোগ কাজে লাগাবো।

দুই সিটিতে মোট নয়টি দলের ১৪ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে ঢাকা উত্তরে ৫৪টি সাধারণ, ১৮টি সংরক্ষিত এবং দক্ষিণে ৭৫টি সাধারণ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক হাজার ২৫ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

Bootstrap Image Preview