Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থার্টি ফার্স্ট নাইটে হাতিরঝিলে অবস্থান বন্ধ, সন্ধ্যার পর ঢাবিতে বহিরাগত নিষিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে রাত ৮টার পরে হাতিরঝিল এলাকায় জনসাধারণের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি জানান, থার্টি ফার্স্ট নাইটের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে সকল বার বন্ধ থাকবে। কেউ যাতে মদ বা অ্যালকোহল পান করে গাড়ি চালাতে না পারে সেজন্য মোড়ে মোড়ে অ্যালকোহল কিট নিয়ে অবস্থান করবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পাঁচ তারকা হোটেল বিধিনিষেধের আওতায় থাকবে না।

তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে বৈধ আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না। কূটনৈতিক পাড়া গুলশান, বনানী, বারিধারা এলাকার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ জন্য ঐ সব এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে এলাকায় ফিরতে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, কোনো ধরনের হুমকি নেই।

 

Bootstrap Image Preview