Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরফ্যাশনের দুই ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:০১ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview


ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মেদপুর ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর)  সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। কোনোরকম বিরতি ছাড়াই  চলবে বিকেল ৫টা পর্যন্ত।

কুয়াশাঢাকা সকালেই শত শত নারী-পুরুষকে লাইনে দাঁড়িয়ে উৎমবমুখর পরিবেশে ভোট দিতে দেখা যায়। কেন্দ্রগুলোতে পুরুষেরর চেয়ে নারী ভোটারের উপস্থিতি রয়েছে বেশি।

রিটার্নিং অফিসারের দেওয়া তথ্যানুযায়ী, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন, সাধারণ সদস্য পদে ৬১ জন ও সংরক্ষিত নারী  মেম্বার পদে ১৯ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নুরাবাদ ইউনিয়নের ভোটার সংখ্যা ১৬ হাজার ১৫৩ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ মেম্বার পদে ৩৫ ও সংরক্ষিত মেম্বার পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ হাজার ১১৯ ভোটারের আহম্মেদপুর ইউনিয়নে  চেয়ারম্যান পদে চারজন, সাধারণ মেম্বার পদে ২৬ জন ও সংরক্ষিত মেম্বার পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর মধ্যে নির্বাচনী লড়াই হবে। বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। 

Bootstrap Image Preview