Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যাসিনো ইস্যুতে শেখ মারুফকে দুদকে তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবৈধ সম্পদ অর্জন ও ক্যাসিনো ইস্যুতে সম্পৃক্ত থাকার অভিযোগে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৯ ডিসেম্বর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ৭ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়।

শেখ মারুফ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিমের ছোট ভাই। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, রোববার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে শেখ মারুফকে একটি নোটিস পাঠানো হয়েছে। সেখানে তাকে আগামী ৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানা গেছে, শেখ ফজলুর রহমান মারুফ জি কে শামীমের টেন্ডার, চাঁদাবাজি ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। যার মাধ্যমে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও রয়েছে। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।

দুদক বলেছে, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে শেখ মারুফের কোনো ‘বক্তব্য নেই’ বলে ধরে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ১৯টি মামলা দায়ের করেছে দুদক।

 

Bootstrap Image Preview