Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ তাপস আমাদের জন্য বড় পাওয়া: মেয়র আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি মনোনয়ন পেয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। এটি আমাদের জন্য একটি বড় পাওয়া। আমি মনে করি আমরা একসঙ্গে কাজ করব এবং উত্তর ও দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারব।

রবিবার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন পাবার পর এক সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম এ কথা জানান।

এর আগে ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বেলা ১২টায় মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।

আতিকুল ইসলাম আরও বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আবারো দল আমাকে মনোনয়ন দিয়েছেন। গত ৯ মাসের যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আপনারা সবাই সেটা জানেন। যেদিন থেকে দায়িত্ব পেয়েছি তারপর থেকে একটু সময়ও নষ্ট করিনি আমি। তাই পরবর্তী নির্বাচনেও ঢাকা উত্তর সিটির সব জনগণের সহায়তা চাই। আসুন আমরা সুন্দর ঢাকা শহর সবাই মিলে গড়ি। আমরা জানি আমাদের কী চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবিলা করতে হবে।

Bootstrap Image Preview