Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলাম।

শুক্রবার বিকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বরিশালে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

প্রতারণার মামলায় সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিধান।

তিনি বলেন, ডিজিএম সাইদুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ মামলায় গত চার মাস ধরে পলাতক ছিলেন তিনি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, চার মাস আগে অ্যাডভোকেট জলিল বাদি হয়ে সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণা মামলা করেন। মামলায় সাইদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। বাংলাদেশ ব্যাংকের এই উপ-মহাব্যবস্থাপক বরিশাল নগরের কলেজ রোড এলাকার বাসিন্দা।

Bootstrap Image Preview