Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতা মঞ্চে যুবকের মর্মান্তিক মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান মঞ্চেই স্ট্রোক করে মারা গেলেন মো. রেজাউল করিম তালুকদার লিটন নামে এক যুবক। আজ শনিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। ওই মঞ্চে প্রাক্তন ছাত্র হিসেবে তার পিতা মো. নুরুল ইসলাম তালুকদারও ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. রেজাউল করিম তালুকদার লিটন ছিলেন ১৯৯৪ ব্যাচের ছাত্র। তিনি ঢাকা শহরেই বায়িং হাউজে চাকরি করেন। নিজের লেখাপড়া করা কাথারিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রামের বাড়ি বাঁশখালীর কাথারিয়া গ্রামে আসেন। শনিবার দুপুর ২টার ১৫ মিনিট আগে তিনি বক্তৃতা মঞ্চে ওঠেন। দীর্ঘ ১৫ মিনিট বক্তৃতা দেন। তার সাবলীল বক্তব্যে উপস্থিত শ্রোতারা খুব খুশি হন এবং করতালিও দেন। বক্তৃতা শেষ করে মঞ্চে বসেন।

ওই সময় সভাপতির বক্তৃতা দিতে ওঠেন কাথারিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে পিছনের চেয়ারে বসা অবস্থায় হাত পা খিঁচুনি দিয়ে মঞ্চের পাঠাতনে লুঠে পড়েন তিনি। ওই সময় উপস্থিত অতিথিরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, রেজাউলের মৃতুটা খুবই মর্মান্তিক। সবার আনন্দের মাঝে তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত হয়েছি।

 

Bootstrap Image Preview