Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মুসলিমরা জোরপূর্বক ধর্মান্তরিত করালে ভারতীয় হিন্দুরা বিলীন হতো’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


পূর্বের মুসলমান শাসকরা জোরপূর্বক ধর্মান্তরিত করালে বর্তমান ভারতে একজনও হিন্দু থাকত না। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও ভাষাতাত্ত্বিক অধ্যাপক শেলডন পোলক। এর কারণ হিসেবে তিনি বলেছেন, মুসলমান শাসকদের প্রায় ১২০০ বছর ভারত শাসনের ইতিহাস রয়েছে। এ সময়ের মধ্যে তারা চাইলে যা ইচ্ছা সবই করতে পারতেন।

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ের অধ্যাপক শেলডন পোলক নিজেকে একজন ‘ইহুদি ব্রাহ্মণ’ হিসেবে পরিচয় দেন। সংস্কৃতিতে পারদর্শী এই অধ্যাপক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মূর্তি ক্লাসিক্যাল লাইব্রেরি ইন্ডিয়া প্রকল্পের প্রতিষ্ঠাতা সম্পাদক।

সম্প্রতি ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে এসেছিলেন তিনি। সেখানেই পোলককে প্রশ্ন করা হয়, ‘অনেকে বলেন, ইসলামি আক্রমণের পর ভারতবর্ষে সংস্কৃতের পতন ঘটে। শাসকদের দাপটে সবাই উর্দু, ফার্সি শিখতে শুরু করেন।’

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্পূর্ণ বাজে কথা। আপনাদের বাংলার সুলতানি আমলেই কিন্তু নবদ্বীপ বা মিথিলা সংস্কৃতের ন্যায় চর্চা কেন্দ্র হয়েছিল।’

পোলক আরও বলেন, ‘মুসলমান শাসকরা এ দেশে প্রায় ১২শ বছর রাজত্ব করেছিলেন। তখন তারা জোরপূর্বক ধর্মান্তরিত করালে এ দেশে (ভারতে) একজন হিন্দুও অবশিষ্ট থাকত না। এর মানে ভারতীয় হিন্দুরা এতদিনে সবাই বিলীন হয়ে যেত। এমনকি তাদের উৎসাহ না থাকলে সংস্কৃতও টিকত না। তাই ধর্মের সঙ্গে ভাষার উত্থান-পতন গুলিয়ে কোনো লাভ নেই।’

Bootstrap Image Preview