Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীতের প্রকোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview


ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এই বৃষ্টিতে শীত আরও জেঁকে বসতে পারে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপরের দিকে হওয়া বৃষ্টিতে ঠাণ্ডা বৃদ্ধি পেয়ে জনজীবনে স্থবিরতা নেমে।

আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বার্তা২৪.কম-কে জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

তিনি জানান, এই শুক্রবারও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাতের শেষভাগে কুয়াশা বাড়তে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীত বাড়বে।

ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Bootstrap Image Preview