Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


‘জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে তাদের গ্রহণ করা হবে’-শিরোনামে দেশের কতিপয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ দৃষ্টি আকর্ষণ করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। সংবাদের বিষয়টি পরিষ্কার করতেই আজ বৃহস্পতিবার গণমাধ্যমে একটি ব্যাখ্যা পাঠিয়েছেন তিনি।

এতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন, বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে অবহিত করে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত আনা হবে। এ নিয়ম কেবল ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর যেকোনো দেশে বাংলাদেশের নাগরিক অবস্থান করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা হয়।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মসূত্রে’ শব্দটি উল্লেখ করেননি। ‘জন্মসূত্রে’ শব্দটি ভুলভাবে প্রকাশিত হয়েছে বলেও জানানো হয় ওই বার্তায়।

Bootstrap Image Preview