Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই দিন উচ্ছেদ হবে জিকে ক্যানেলের ২৮৭ অবৈধ স্থাপনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের জিকে ক্যানেলের দুই পাড়ের ২৮৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান আজ ২৩ ডিসেম্বর সকাল থেকে শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে।

পানি উন্নয়ন বোর্ড, জেলা ও উপজেলা প্রসাশন একযোগে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এনডিসি ছিব্বির রহমান বলেন, 'সরকারি নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এই অভিযান চলমান থাকবে।'

পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, 'আমরা প্রথম ধাপে জিকে ক্যানেলের দুই পাশের মোট ২৮৭টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। আজ এবং আগামীকাল তালিকায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পরবর্তীতে মাপজোক করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।'

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এনডিসি ছিব্বির আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, জেলা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী জাহেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুল ইসলাম।

উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের জিকে ক্যানেলের দুইপাড়ের জমি দখল করে দখলদাররা বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। এরপর ক্যানেলের অবৈধ বসতিরা গড়ে তোলে বিভিন্ন অপরাধ সিন্ডিকেট। মাদক ব্যবসা, চুরি-ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ে এসব ভাসমান বসতিরা।

এদের উচ্ছেদ করে ক্যানেলের দুইপাড় মানুষের জন্য মুক্ত করার দাবি উঠেছিল অনেক আগে থেকে। অবশেষে এই উচ্ছেদ অভিযান পরিচালনা দেখে অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

Bootstrap Image Preview