Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আওয়ামী লীগের গঠনতন্ত্রে যেসব পরিবর্তন আসলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একুশতম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বেশকিছু পরিবর্তন এসেছে আওয়ামী লীগের গঠনতন্ত্রে।

এর মধ্যে আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা, আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদকে একীভূত করা, সহসম্পাদকের পদ বাদ দেয়া, উপদেষ্টা পরিষদের সদস্য ৪১ থেকে ৫১-তে উন্নীত করা অন্যতম।

এছাড়া গঠনতন্ত্রের আরও বেশকিছু বিষয় যুগোপযোগী করেছে ক্ষমতাসীন দলটি।

গঠনতন্ত্র সংশোধন উপকমিটি যে প্রস্তাব তৈরি করেছিল শনিবার কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশনে তা উপস্থাপন করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ সহযোগী সংগঠন হিসেবে বিবেচিত। এখন গঠনতন্ত্র সংশোধন করে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেয়া হয়েছে।

এছাড়া আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদকে একীভূত করে নতুন নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

এছাড়া জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে বলে গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে আওয়ামী লীগে। আগের গঠনতন্ত্রে ৪১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ছিল। গঠনতন্ত্রের ২৬(১)ক ধারা সংশোধন করে তা ৫১ সদস্যের করা হয়েছে।

২৬(১)গ ধারা সংশোধন করে মহানগর, জেলা, উপজেলা ব থানা ও ইউনিয়ন আওয়ামী লীগেও উপদেষ্টার সংখ্যা বাড়ানো হয়েছে। মহানগর ও জেলায় ২১ থেকে বাড়িয়ে ২৭ জন, উপজেলা বা থানায় ১৫ থেকে বাড়িয়ে ২১ এবং ইউনিয়নে ১১ থেকে বাড়িয়ে ১৫ জন করা হয়েছে।

২৫(১)(চ) ধারায় বিভাগীয় উপকমিটি ধারা সংশোধন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ৫ জন সহসম্পাদকের যে পদ ছিল তা বাতিল করা হয়েছে।

এছাড়া ২৮(২) ধারার স্থানীয় সরকারের স্তরের সংখ্যা বাড়ানো হয়। পৌরসভার সংখ্যা ৪৯১ থেকে ৪৯২ এবং ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪,৫৪৫টির স্থলে ৪,৫৬৯টি লেখা হয়েছে।

একই সঙ্গে পরিশিষ্ট অংশে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ফরমে ব্যক্তিগত তথ্যের জায়গায় নাম, মাতার নাম, পিতা/স্বামীর নাম, পেশা, বয়সের সঙ্গে নতুন করে জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল ও ইমেইল যুক্ত করা হয়েছে।

২১ উপধারায় বলা হয়েছে, ‘শ্রমজীবী সমাজের দুর্বল অনগ্রসর, শোষিত, বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে মানবেতর জীবন হইতে উত্তরণে সার্বিক সহায়তা প্রদান। পঙ্গু, অসহায়, বিধবা, দরিদ্র বয়স্ক, অসচ্ছল মুক্তিযোদ্ধাসহ সকলের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।’ সেখানে ‘স্বামী পরিত্যক্ত’ ও ‘হিজড়া’ যুক্ত করা হয়েছে।

সদস্যপদ অনুচ্ছেদের ৫নং ধারার ১নং উপধারায় আছে, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, জাতীয় সংহতি, রাষ্ট্রীয় আদর্শ ও জননিরাপত্তাবিরোধী এবং হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত রহিয়াছে বলিয়া প্রতীয়মান নহে।’

সেখানে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা’ যুক্ত করা হয়েছে। ৪ উপধারায় সংগঠনের সর্বস্তরে মহিলা প্রতিনিধিত্ব প্যারায় ২০২০ সালের মধ্যে সব স্তরে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব সংরক্ষিত রাখার কথা বলা আছে। সেটা সংশোধন করে ২০২১ সালের মধ্যে করার কথা বলা হয়েছে।

গঠনতন্ত্রের অঙ্গীকার অনুচ্ছেদের ১০ উপধারায় বলা আছে, ‘আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ : জঙ্গিবাদ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন।’

সেখানে এর সঙ্গে ‘মাদক’ শব্দ যুক্ত করা হয়েছে। একই অনুচ্ছেদের ১৭ উপধারায় বলা আছে, ‘খাদ্যে আত্মনির্ভরশীলতার ধারা অব্যাহত রেখে জনগণের খাদ্য নিরাপত্তা তথা ভাতের অধিকার নিশ্চিত করা। কৃষিপণ্যের লাভজনক দামের নিশ্চয়তা বিধান।’

নতুন করে এখানে ‘পুষ্টিমান’ শব্দ যুক্ত করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের অবশ্য পালনীয় দিবসগুলোর যে তালিকা আছে তাও এবার গঠনতন্ত্রে যুক্ত করা হয়েছে।

 

Bootstrap Image Preview