Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার বাংলাদেশ সীমান্তে ভারতীয় যুবকের লাশ ফেলে গেল বিএসএফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ।

পরে দিনাজপুর ৪২ বিজিবি সূত্র বিএসএফ’র বরাত দিয়ে জানায়, নিহত ব্যক্তি ভারতীয়। তিনি মানসিক ভারসাম্যহীন। যিনি ঐ সীমান্ত এলাকায় গাছতলায় বসে থাকতেন। তাকেই বাংলাদেশি ভেবে পিটিয়ে মেরেছে বিএসএফ বলে ধারণা করছেন সীমান্তবাসীরা।

বিজিবিকে বিপদে ফেলার জন্য এমন কাণ্ড ঘটানো হয়েছে দাবি করে হরিপুর উপজেলার ৭ নং ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম বলেন, বিএসএফ সদস্যরা এক যুবককে পিটিয়ে হত্যা করে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ ভেতরে ফেলে যায়। পরে খবর পেয়েই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি ভারতীয় নাগরিকের বলে নিশ্চিত করে।

তিনি বলেন, মরদেহটি একজন মুসলিম যুবকের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর সে ভারতীয় নাগরিক বিধায় এখনই লাশটি সম্পর্কে কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না। কারণ এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

Bootstrap Image Preview