Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধ্যরাতে ছিন্নমূল শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মধ্যরাতে গরীব,অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে জেলার বেগমগঞ্জের চৌমুহনী রেলওয়ে স্টেশন ও মাইজদী রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানের ২ শতাধিক ছিন্নমূল-শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুলিশ সুপার আলমগীর হোসেনের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। পুলিশ সুপার নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করেন । কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি।

চৌমুহনী রেলওয়ে স্টেশনে কম্বল পেয়ে সালাম হোসেন নামে এক বৃদ্ধা বলেন, আমি তো জানতাম পুলিশ রাতে আসামি ধরতে বের হয়। কম্বল দিতে বের হয় এটা প্রথম দেখলাম। পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। প্রচন্ড শীতের কারণে রাতে রিকশাচালক, শ্রমিক, নিরাপত্তা প্রহরি শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া।

এসময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), শাহজাহান শেখসহ পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Bootstrap Image Preview