Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগের সহ-সম্পাদক পদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলটির বিষয়ভিত্তিক উপ-কমিটির সহ-সম্পাদক পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে সভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক জানান, এখন থেকে আর সহ-সম্পাদক পদ থাকবে না। উপ-কমিটির শুধু সদস্য থাকবে। সবগুলো সম্পাদকীয় পদে একজন চেয়ারম্যান, সদস্য সচিব ও পাঁচজন করে সদস্য থাকবে। তবে তা অবশ্যই দলীয় সভাপতির অনুমতি নিয়ে নিয়োগ দিতে হবে।

সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য ৪১ এর স্থলে ৫১ সদস্যের করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানান শেখ হাসিনা। পাশাপাশি মৎস্যজীবী লীগকে দলের সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কার্যনির্বাহী সংসদের এই সভা শুক্রবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার মধ্য দিয়ে শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ

Bootstrap Image Preview