Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেত্রী যখন এমন কথা বলেন লজ্জায় মাথা নিচু হয়ে যায়: নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৫১ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৫১ PM

bdmorning Image Preview


‘বঙ্গবন্ধুর লাশ ধানমণ্ডি ৩২ নম্বরে পড়ে থাকল, এত নেতা কোথায় ছিল?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নেত্রী যখন এমন কথা বলেন, তখন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে সেই লজ্জা কিছুটা হলেও মুছে দিয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ১৪ দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, শুধু সুসময় নয়, অতীতে দুঃসময়েও আমরা মাঠে ছিলাম, ভবিষ্যতের দুঃসময়েও মাঠে থাকব। আজ আমাদের শুধু সুসময় নয়, দুঃসময়েও মাঠ থাকার অঙ্গীকার করতে হবে। এ সময় পুরো হলভর্তি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা দুঃসময়ে লড়াইয়ের মাঠ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এখন নিস্তেজ হলেও নিঃশেষ হয়ে যায়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার যত সফল হচ্ছে, ষড়যন্ত্র ততো গভীর হচ্ছে। ওদের টার্গেট একজনই, শেখ হাসিনা।

১৪ দলের মুখপাত্র বলেন, পঁচাত্তরেও বঙ্গবন্ধু যত বেশি সফল হচ্ছিলেন, ষড়যন্ত্র ততো গভীর হওয়ার প্রেক্ষিতে আমরা জাতির পিতাকে হারাই। তাই এখন সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশের সব ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। বাংলাদেশ এখন আলোকিত।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

Bootstrap Image Preview