Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হারিয়ে যাওয়া বৃদ্ধ মাকে খুঁজে পেতে হারুন শরিফের আকুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন হাজারীবাগের মো. হারুন শরিফ। ঢাকার হাজারীবাগের নিজ ফ্ল্যাট থেকে হারিয়ে যান তার মা খতেজান বেগম।

৭৪ বছর বয়সী খতেজানের হারিয়ে যাওয়ার ঘটনায় হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন তার ছেলে হারুন শরিফ। 

জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে জাফরাবাদের ফ্ল্যাট নং ৬/৫ এর ২৫০ নং বাসা থেকে বের হন খতেজান বেগম। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও জানা গেছে। ডাক্তার দেখানোর জন্য মো. হারুন শরিফ তার মাকে ঢাকায় নিয়ে এসেছিলেন।

হারিয়ে যাওয়া খতেজান বেগমের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। মুখমণ্ডল গোলাকার। স্বাস্থ্য হালকা-পাতলা গড়নের। হারিয়ে যাওয়া বৃদ্ধার গায়ে চেক সুতি শাড়ি, হাতে দুটি স্বর্ণের বালা, কানে স্বর্ণের কান পাশা ছিল। হারানোর কিছুক্ষণের মধ্যেই সম্ভাব্য কয়েকটি স্থানে খোঁজাখুঁজির পর মাইকিংও করা হয়। কিন্তু এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

কেউ খতেজান বেগমের খোঁজ পেলে ০১৭১৩৫১৫৬০৫, ০১৭২৩২৯৬৬৭২, ০১৭১১১৩৩৫৪৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তার ছেলে হারুন শরিফ।

Bootstrap Image Preview