Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজাকারের তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪১ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তার নাম রাজাকারের তালিকা থেকে প্রত্যাহার চেয়ে মুক্তিযুদ্ধ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) তিনি এ আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ।

জেয়াদ আল মালুম বলেন, নাম প্রত্যাহারের আবেদনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তথ্যের ভিত্তিতে গোলাম আরিফ টিপুর নাম তালিকায় এসেছে সে তথ্যের কপি আমরা চেয়েছি। আইন মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

ওইদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪, ৬২, ৬৬, ৬৯ ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী। অথচ আমার নাম রাজাকারের তালিকায়! আমি সত্যিই হতবাক, মর্মাহত, বিস্মিত ও অপমানিত। সীমাহীন অযত্ন ও অবহেলার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজাকারের তালিকা প্রচার ও প্রকাশ করেছে।’

গোলাম গোলাম আরিফ টিপু বলেন, কিভাবে রাজাকার আলবদর তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো, সেটা কিভাবে হলো এর উৎস খুঁজে বের করতে হবে।

Bootstrap Image Preview