Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশি প্রমাণ করতে পারলে ভারত থেকে ফেরত নিতে প্রস্তুত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:০৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩৩ AM

bdmorning Image Preview


অবৈধভাবে কোনো বাংলাদেশি যদি ভারতে থাকে, তাকে বাংলাদেশ অবশ্যই ফেরত নিতে প্রস্তুত। কিন্তু তার আগে প্রমাণ করতে হবে যে, ওই ব্যক্তি বাংলাদেশের। কলকাতায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

ভারতে এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশব্যাপী প্রতিবাদের আবহে সাংবাদিকরা রিজভীর কাছে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া জানতে চান। এ সময় তিনি বলেন, আমাদের নীতি খুব পরিষ্কার। অবৈধভাবে কোনো বাংলাদেশি থাকলে আমরা অবশ্যই ফেরত নেব। কিন্তু প্রমাণ দিতে হবে তারা বাংলাদেশি।

এনআরসি বা নাগরিক তালিকা নিয়ে তিনি বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের তরফ থেকে আমাদের এখনো জানানো হয়নি যে এখনো অবধি যে লিস্ট হয়েছে, তাতে কোনো বাংলাদেশি আছেন।

যদিও তাকে সাংবাদিকরা বারবার নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, যেহেতু এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দুই দেশের সম্প্রীতি এবং বন্ধুত্বের কথা বিস্তারে বলেন। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা মনে করিয়ে বলেন, এই বিজয় দিবস দুই দেশের।

শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ সরকারের ধর্মনিরপেক্ষ নীতির কথাও বলেন রিজভী।

Bootstrap Image Preview