Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫২৪ কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ পেয়েছে কমিশন: দুদক চেয়ারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ৫২৪ কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে পুনরুদ্ধারের আদেশ পেয়েছে কমিশন। বাংলাদেশের অভ্যন্তরে এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দুদক ২৫টি ব্যাংক হিসাব, ৬ জন উপকারভোগীর বিভিন্ন বন্ড, সিকিউরিটিস এবং বীমা পলিসি জব্দের মাধ্যমে প্রায় ২৪ কোটি টাকা জব্দ করেছে।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুর্নীতি বিরোধী এক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের পক্ষে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল জাতিসংঘের ‘আনকাক’ (দ্য এইটথ্ সেশন অব দ্য কনফারেন্স অব দ্য স্টেট পার্টিস টু দ্য ইউনাইটেড কনভেনশন এগেইন্সট করাপশন) কনফারেন্সে অংশগ্রহণ করেন।

এই কনফারেন্সে দুদক চয়ারম্যান বাংলাদেশে দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গৃহীত বহুমাত্রিক কার্যক্রমের বর্ণনা দেন।

তিনি বলেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অনুসরণ করছে। দুর্নীতিপরায়ণদের কোনো পরিচয় বিবেচনা না করেই সম্পূর্ণ নির্মোহ ও নৈর্ব্যক্তিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইকবাল মাহমুদ দুদকের কার্যক্রম তুলে ধরে আরও বলেন, গত এক বছরে কমিমন ৫টি বৈদেশিক ব্যাংক ৪ কোটি ৬৭ লাখ টাকা, ১২ দশমিক ৪৪ একর জমি, বিভিন্ন প্রকারের ১০টি বাড়ি, ৪টি বিলাসবহুল এ্যাপার্টমেন্ট, দুইটি বাণিজ্যিক স্থাপনা এবং ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে।

তিনি বলেন, বাংলাদেশ কয়েকটি মানিলন্ডারিং মামলায় সাফল্যের সঙ্গে সিঙ্গাপুর থেকে ২ দশমিক ০৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার এবং ০ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বাংলাদেশ যুক্তরাজ্যকে ০ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার পুনরুদ্ধার করে দিয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বৈশ্বিক ফ্রেমওয়ার্কের আওতায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ভূমিকাকে বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে সমর্থন করছে। জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের নির্দেশনা অনুসারে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পদ পুনরুদ্ধারে কিছুটা অগ্রগতি সাধন করেছে।

Bootstrap Image Preview