Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ. লীগের ২১তম সম্মেলন ইতিহাস সেরা করার প্রস্তুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সর্বকালের সর্ববৃহৎ জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ সম্মেলনে অর্ধ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ ও ২১ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন এবং সভাপতিত্ব করবেন।

ক্ষমতাসীন দলের সূত্র জানায়, এরই মধ্যে সম্মেলনের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত।  সম্মেলন সফল করতে ১১টি প্রস্তুতি উপকমিটি গঠন করা হয়। এবারের সম্মেলনের ৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সম্মেলনে কাউন্সিলরের সংখ্যা সাড়ে ৭ হাজার এবং ডেলিগেটস প্রায় ২০ হাজার হবে। সব মিলিয়ে ৫০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক সমবেত হবেন।

গত ১৪ ডিসেম্বর প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ সম্মেলনে কত নেতাকর্মী জমায়েত হবে তা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে এবারের সম্মেলনে জমায়েত অন্যান্য সম্মেলনগুলোকে ছাড়িয়ে যাবে। জেলা, উপজেলার প্রস্তুতি দেখে এমটাই ধারণা করছি। এবার সর্বকালের সর্ববৃহৎ জমায়েত হবে।

এবারের সম্মেলনের মঞ্চ ও প্যান্ডেল পদ্মাসেতুর আদলে করা হচ্ছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের সম্মেলনের সবচেয়ে বড় প্যান্ডেল হবে এটি। মঞ্চের উচ্চতা হবে ২৮ ফুট, দৈর্ঘ্য ১৫০ ফুট ও প্রস্থ ১৪০ ফুট হবে। পেছনে ব্যানার ছাড়া সম্পূর্ণ ডিজিটাল মঞ্চ করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লেতে পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হবে। সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান, আশাপাশ, রাজধানীর বিভিন্ন পয়েন্ট, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দলের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাজসজ্জা চলছে।

প্যান্ডেলে ২৮টি এলইডি পর্দায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান তুলে ধরা হবে। কাউন্সিলর, ডেলিগেটস ও আমন্ত্রিত অতিথিদের জন্য ৩০ হাজারসহ মোট ৫০ হাজারের মতো চেয়ারের ব্যবস্থা রাখা হবে মঞ্চের সামনের প্যান্ডেলে। সম্মেলনের শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার জন্য আওয়ামী লীগের কর্মীদের নিয়ে গঠিত ২ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।

Bootstrap Image Preview