Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয় দিবসে সিলেটে বার্ষিক পরীক্ষা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথে মহান বিজয় দিবসের অনুষ্ঠান থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করে বার্ষিক পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক।

সোমবার মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উৎসাহ থেকে এভাবেই শিক্ষার্থীদের বঞ্চিত করলেন খাজাঞ্চি ইউনিয়নের রামপুরের ইসহাক একাডেমির প্রধান শিক্ষক ইলিয়াছ আলী।

সোমবার সকাল থেকে একাডেমির ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত এই তিন ক্লাসের পরীক্ষা চলতে থাকে। দুপুর সাড়ে ১২টায় অনেক শিক্ষার্থীরা পরীক্ষার পেপার জমা দিয়ে বাড়ি যেতে দেখা যায়।

মহান বিজয় দিবসের কোনো অনুষ্ঠান না করে স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, ২০০৬ সালে ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন রামপুর গ্রামের মিজানুর রহমান মোজাহিদ নামের একজন বিএনপি নেতা। বর্তমানে ওই একাডেমিতে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩০৮ জন শিক্ষার্থী রয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক ইলিয়াছ আলী তার ভুল হয়েছে বলে জানান।

Bootstrap Image Preview