Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুখোশ পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে হামলা ও ভাঙচুর চালিয়েছেন একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, অনুষ্ঠানের মঞ্চ, অতিথিদের জন্য বসার চেয়ারসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দেন।

আজ সোমবার সকাল সোয়া ৯টায় শহরের জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাপড় দিয়ে মুখ ঢেকে আট থেকে ১০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর চালান। তবে এ সময় কেউ আহত হয়নি।

এদিকে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত মুক্তিযোদ্ধারা জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের মূল সড়ক প্রদিক্ষণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে।

তবে এ হামলা জেলা আওয়ামী লীগের এক নেতার নির্দেশে হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম। তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা হলো প্রকৃত রাজাকার। প্রশাসনের কাছে আমাদের দাবি, যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের আইনের আওতায় আনা হোক। এটি জেলা পরিষদের আয়োজিত সরকারি অনুষ্ঠান। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেব।’

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘বিএনপির মিছিল যাওয়ার সময় এটা করেছে। আর অনুষ্ঠানটা আমরা কনডেম করি। এটা সাবোটাজ করার জন্যে। ঘটনার সময় সব মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসনের অনুষ্ঠানে ছিল। ভাঙচুরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমরা জেলা প্রশাসনের অনুষ্ঠানে ছিলাম। এ ঘটনার তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Bootstrap Image Preview