Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ দিনের রিমান্ডে দৈনিক সংগ্রামের সম্পাদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview


যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লাকে 'শহীদ' বলায় ডিজিটাল আইনের মামলায় সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে 'শহীদ' উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল শুক্রবার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাদের মোল্লাকে 'শহীদ' আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করে দৈনিক সংগ্রাম। এর প্রতিবাদে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে থেকে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন 'মুক্তিযুদ্ধ মঞ্চে'র ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেন। সম্পাদককে গ্রেপ্তারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান তারা। এছাড়া পত্রিকাটির সম্পাদককে টিভি ক্যামেরার সামনে ক্ষমা চাওয়ানো হয়।

Bootstrap Image Preview