Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উবার গাড়ি ব্যবহার করে স্বামী-স্ত্রী মিলে ইয়াবা ডেলিভারি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তারা উবার গাড়ি ব্যবহার করে ঢাকা-নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর ফরিদগঞ্জের পূর্ব কাউনিয়া এলাকার মো. সোহেল কাজী (৩১) ও তার স্ত্রী সাবাহ আফরিন(২০)।

এ ঘটনায় র‌্যাব-১১ এর ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে শনিবার দুপুরে সোনারগাঁ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হাবিবপুর এলাকায় শুক্রবার রাতে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়ার পর ওই দম্পতি গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে তাদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাতে মাদক সরবরাহ করে আসছিল। মাদক বিক্রিই তাদের একমাত্র পেশা। তারা উবার গাড়ি ব্যবহার করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে স্বামী  মো. সোহেল কাজী পালিয়ে যেতে চাইলেও র‌্যাব তাকে ধরে ফেলে।

Bootstrap Image Preview