Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘পাবনা এক্সপ্রেস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনটি। আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে ট্রেন লাইনে সমস্যা থাকায় তা আগ মুহূর্তে জানতে পারায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন হয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। এ সময় রেললাইন ভাঙা দেখে গেটম্যান রাজু আহম্মেদ লাল কাপড় উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন। পরে আধা ঘণ্টার মধ্যে লাইনটি মেরামত করলে ট্রেনটি ছেড়ে যায়।

রাজশাহী স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে রেল লাইন ভাঙা দেখে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এক ব্যক্তি গেটম্যান রাজু আহম্মেদকে জানান। ওই কথা শুনে রাজু দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঈশ্বরদী থেকে আসা পাবনা এক্সপ্রেস তখন কাছাকাছি এসে গিয়েছিল। গেইটম্যান দ্রুত একটি লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন।’

লাইন মেরামত করা হলে বেলা পৌনে ১১টার দিকে ট্রেনটি ছেড়ে যায় বলে আবদুল করিম জানান। আবদুল করিম বলেন, ‘লাইন কীভাবে ভেঙেছে তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, সর্বশেষ সকাল ৯টার দিকে রহনপুরগামী শটল ট্রেন ওই লাইন দিয়ে যাওয়ার সময় সেটি ভেঙে গিয়ে থাকতে পারে।’

এর আগে সকাল থেকে ওই লাইন দিয়ে ঢাকাগামী বনলতা ও সিল্কসিটি, রাজবাড়িগামী মধুমতি এবং খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস টেন গেছে বলে জানান স্টেশন ম্যানেজার।

Bootstrap Image Preview