Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানুষের জন্য যদি হিরো থেকে জিরো হতে হয় তাই হবো: ইলিয়াস কাঞ্চন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মানুষের জন্য যদি হিরো থেকে জিরো হতে হয় তবে আমি তাই হবো বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা দিবস-২০১৯ উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের (পিএইচএফবিডি) আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, কোনো কিছুর পেছনে লেগে থাকলে সফলতা আসবেই। আমি দীর্ঘ ২০ বছর ধরে নিসচা আন্দোলন চালিয়ে যাচ্ছি‌‌। অনেকেই আমাকে বলেছিলেন আন্দোলন না করার জন্য। তবুও আমি আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেকে আবার আমাকে বলেছিলেন তুমি আন্দোলনে গেলে হিরো থেকে জিরো হয়ে যাবে। তখন আমি তাদের বলেছিলাম মানুষের জন্য যদি জিরো হতে হয় তাহলে আমি তাই হবো।

তিনি আরও বলেন, নিসচা আন্দোলন করতে গিয়ে অনেক বাধা অতিক্রম করেছি। নিজের লক্ষ্যের পেছনে লেগে থাকা মানে প্রমিসকে রক্ষা করা।

পিএইচএফবিডির চেয়ারম্যান প্রফেসর ড. শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগ প্রফেসর ড. হাফিজা, আরজুমান, ড. মেহেদি হাসান ওয়ালি প্রমুখ।

Bootstrap Image Preview