Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন মন্ত্রীর পারফরম্যান্স নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৫ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রীর পারফরম্যান্স মূল্যায়নের দায়িত্ব মন্ত্রিসভার নয়; একজন মন্ত্রীকে রাখা বা না রাখা নিরঙ্কুশভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ ব্যাপারে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়।

পররাষ্ট্র, বাণিজ্য ও রেলমন্ত্রীর কাজের ‘পারফরম্যান্স ভালো নয়’, এমন গুঞ্জন প্রসঙ্গে বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

কতিপয় সচিব ও পুলিশ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনুসন্ধান চলছে, সময়মতো খবর পাবেন। দুদককে বলা আছে, যেখানে দুর্নীতি সেখানে ব্যবস্থা নেবেন, সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, বাজার কিছুটা অস্থিতিশীল হয়েছে সেটি অস্বীকার করার কিছু নেই। যেটুকু কন্ট্রোল নেই ,সেটুকু কন্ট্রোলে আনার সর্বাত্মক চেষ্টা সরকার চালাচ্ছে।

 

Bootstrap Image Preview