Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে এখন সস্তায় ওষুধ তৈরি অসম্ভব: পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন, বাংলাদেশের ওষুধ কারখানাগুলো আগে সস্তায় ওষুধ তৈরি করতে পারত। এখন তা আর থাকবে না। কারণ কাঁচামালের দামও বেড়েছে। আগে যেটার দাম ১২০/১২৫ ডলার ছিল, সেটা এখন ৩০০ ডলার হয়ে গেছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার এপিআই ওষুধ শিল্প পার্কে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যক্রমের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, একটি এপিআই ইণ্ডাস্ট্রি করার জন্য আমরা অনেকদিন ধরে বলে আসছি। আমরা ৯৮ ভাগ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন করি। এটা আমাদের একটা বড় শক্তি। কিন্তু ওষুধের কাঁচামালের ৯৫ ভাগ আমরা আমদানি করি। এদিক থেকে আমরা পেছনে রয়েছি।

এপিআই পার্ক তৈরি করতে সরকার ও বিসিক সাপোর্ট দিয়েছে উল্লেখ করে পাপন বলেন, এখানে ২৭টি কোম্পানি ওষুধের কাঁচামাল তৈরি করতে পারবে। এখানে প্যারাসিটামল তৈরি করে লাভ নেই।

এছাড়াও যে সব ওষুধের দাম বেশি সেই ওষুধগুলো তৈরি করার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. মোসতাক হাসান, ভারতের রামকি গ্রুপের চেয়ারম্যান অযোধ্যা রামি রেড্ডি।

 

Bootstrap Image Preview