Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বাবাকে হত্যার অপরাধে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন কিশোরগঞ্জে আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মামুন মিয়া। তিনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের করমলি এলাকার ইসরাহিল মিয়ার ছেলে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামি মামুন পলাতক রয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় কার্যকর করেন।

মামলার বিবরণে জানা যায়, বাবা ইসরাহিল মিয়ার সঙ্গে ছেলে মামুন মিয়ার জমিসংক্রান্ত বিরোধ ছাড়াও বিভিন্ন বিষয়ে নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে ২০০৮ সালে জুলাই মাসের এক রাতে বাবাকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ঘাতক ছেলে মামুন।

পরে আহত ইসরাহিল মিয়ার চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ঘাতক মামুনের সৎ মা রেখা আক্তার কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।

 

Bootstrap Image Preview