Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে ভারতীয় নাগরিক অনুপ্রবেশের ঘটনা ঘটছে না: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৯:২০ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশে ভারতীয় নাগরিক অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ভারত থেকে কাউকে পুশ করা হবে না বলেও তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে বাংলাদেশের চিন্তিত হওয়ার কিছু নেই। ভারত সরকার বার বার বাংলাদেশকে নিশ্চিত করেছে, এনআরসিতে বাদ পড়া কাউকে তারা বাংলাদেশে পুশ করবে না’।

তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশের কোনো ঘটনাও ঘটছে না’।

পররাষ্ট্রমন্ত্রী রবিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘‘এনআরসি ইস্যু নিয়ে কিছু ফড়িয়ারা তৎপর রয়েছে। তারা কিছু মানুষকে বিভ্রান্ত করতে বলছে, ‘বাংলাদেশে গেলে বিনা টাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা হবে। সুখে-শান্তিতে থাকতে পারবে।’ এ রকম প্রলোভনে তারা কিছু মানুষকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু এমন লোকদের কখনোই আমরা দেশে ঢুকতে দিচ্ছি না’’।

ড. মোমেন বলেন, ‘ভারতের এনআরসি তালিকা থেকে বাদ পড়া লোকজনকে নিয়ে মাঝে-মধ্যে কিছু তথ্য বের হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায়, এসব তথ্য সঠিক নয়’।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় নেতা ড. আহমদ আল কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জেলা পরিষদের সদস্য আমাতুজ জহুরা রওশন জেবীন রুবা, ইমাম উদ্দিন চৌধুরী, সাজনা সুলতানা হক চৌধুরী, নুরুল ইসলাম, শামীম আহমদ প্রমুখ।

Bootstrap Image Preview