Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালের পাশে পড়ে আছে বস্তা বস্তা পেঁয়াজ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ০৫:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামে খাতুনগঞ্জ বাজারের পাশে খালের ধারে পড়ে আছে বস্তা বস্তা পেঁয়াজ। জানা যায়, রাতের আধারে বস্তা ধরে পচা পেঁয়াজ ফেলে গেছে আড়তদাররা।

পেঁয়াজে দাম আরও বাড়বে ভেবে মজুত করে রেখেছিলেন আড়তদাররা। কিন্তু একটা প্রবাদ আছে অতি লোভে তাঁতি নষ্ট। ঠিক এমনটাই হয়েছে। মজুদ করে রাখা পেঁয়াজে পচন ধরেছে। প্রতিদিনই ফেলে যাচ্ছে বস্তা বস্তা পচা পেঁয়াজ।

সরেজমিন চট্টগ্রামে খাতুনগঞ্জ বাজারের পাশে খালের পাশে গিয়ে দেখা যায়, পড়ে আছে বস্তা বস্তা পচা পেঁয়াজ। সেখান থেকে নিম্ন আয়ের মানুষরা খাওয়ার উপযোগী পেঁয়াজ বেছে নিচ্ছেন।

চাক্তাই এলাকার চাল ব্যবসায়ী আবুল হাসেম বলেন, পেঁয়াজ পচলে ব্যবসায়ীদের কোনো অসুবিধা নেই। কারণ যে পরিমাণ পেঁয়াজ পচবে তার ক্ষতি পোষাতে ভালো পেঁয়াজের দাম বাড়াতে থাকবে তারা। এখন প্রতিদিন পচা পেঁয়াজ আড়ত থেকে বের হচ্ছে। প্রশাসনের উচিত এসব আড়তদারকে খুঁজে বের করা।

আড়তে কারা পেঁয়াজ মজুত করে রেখেছে, এ বিষয়ে প্রশাসনের কাছে কোনো তথ্য পাওয়া যায়নি।

এমনকি চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এহেসান উল্লাহ জাহেদীও পচা পেঁয়াজের বিষয়ে তথ্য দিতে পারেননি।

Bootstrap Image Preview