Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এটি প্রধানমন্ত্রীরও না সৌরভের দাওয়াত, আমি বলেছি আসব: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:৫২ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:৫২ PM

bdmorning Image Preview


ভারত সফরে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআইয়ের নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে করা এক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। বলেন, সৌরভের দাওয়াতে ইডেন টেস্টে থাকবেন তিনি।

তবে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, ‘এটি প্রধানমন্ত্রীরও দাওয়াত না, মুখ্যমন্ত্রীরও দাওয়াত না। এটা সৌরভ গাঙ্গুলি দাওয়া।’

ইডেনে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ নভেম্বর। ইডেনে বাংলাদেশের এটি প্রথম টেস্ট শুধু নয়। সভাপতি হওয়ার পর সৌরভের হোম ভেন্যুতেও (কলকাতা) এটিই হবে প্রথম টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই কলকাতাবাসীর এই ম্যাচ নিয়ে উন্মাদনাটা অন্যরকম।

ইডেন ম্যাচে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার বিষয়টি প্রথম আসে ভারতীয় সংবাদমাধ্যমে। সৌরভ নিজেই জানিয়েছিলেন সেটি। এদিন প্রধানমন্ত্রী জানালেন, সভাপতি হওয়ার পর সৌরভ ফোন দিয়েছিলেন তাকে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি ছেলে। সে এক সময় ক্রিকেট খেলায় খুব নাম করেছিল। খুব ভালো খেলোয়াড় ছিল। এই প্রথম বিসিসিআইয়ের প্রধান হিসেবে একজন বাঙালি সুযোগ পেল। তাকে যখন চেয়ারম্যান নিযুক্ত করা হলো, সাথে সাথে আমার সঙ্গে কথা হলো। আমাকে ফোন করেছিল।’

‘কথা বলার পর আমাকে দাওয়াত দিল। বলল, আমি যেন ওখানে যাই এবং খেলার শুরুতে অন্তত থাকি। আমি রাজি হয়ে গেলাম।’

এই ম্যাচে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে খবর। এদিন সংবাদ সম্মেলনে মূলত প্রশ্নটি ছিল, প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনার সুযোগ থাকছে কিনা। উত্তরে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, ‘ক্রিকেটের সাথে নদী আসবে কেন? কোথায় ক্রিকেট কোথায় নদী।’

এটি শুধুমাত্র সৌরভের দাওয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে কিন্তু প্রধানমন্ত্রীরও দাওয়া না, মুখ্যমন্ত্রীরও দাওয়াত না। এটা সৌরভ গাঙ্গুলি দাওয়া। একজন বাঙালি দাওয়াত দিয়েছে, আমি বলেছি আসব। আমি বলেছি, আমি শুধু আসব, তাদের উদ্বোধনী অনুষ্ঠানে থাকব। বিকেলে চলে আসব।’

প্রধানমন্ত্রী যোগ করে বলেন, ‘এখানে আমি ক্রিকেট খেলা দেখতে যাব, বা ক্রিকেট খেলা শুরু হবে সেখানে থাকব। সেখানে আমি তিস্তা নিয়ে তিক্ততা সৃষ্টি কেন করব বলেন।’

Bootstrap Image Preview