Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না হয়: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


বাইরের দেশে পেঁয়াজের দাম অন্য জিনিসের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। আমাদের বাসায় করে। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়া করা যায়। পেঁয়াজ নিয়ে এত অস্থির হয়ে পড়ার কি আছে আমি জানি না। হয়তো বেশির জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে।’

আজারবাইজান সফর নিয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদ্য সমাপ্ত গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

‘একবার তো বাইরে থাকতে শুনলাম পেঁয়াজের দরজা খুলে দাওয়া হলো। তবে এই সমস্যা থাকবে না, হয়তো সাময়িক। ইতিমধ্যেই আমি খবর পেলাম ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ চলে আসছে শিগগিরই। তাছাড়া ১০ হাজার মেট্রিকটন চলে আসবে কয়েকদিনের মধ্যেই’, বলেন শেখ হাসিনা।

অনেক জায়গায় এখনো পেঁয়াজ রয়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কতদিন পেঁয়াজ ধরে রাখতে পারবে এটাই বড় কথা। পেঁয়াজ কিন্তু পঁচে যায়। সরকারকে বেকায়দায় ফেলতে যেয়ে তাদের লোকসানই হবে। লাভ হবে না। এটাও বাস্তবতা।’

Bootstrap Image Preview