Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় দাড়িয়ে বাইকারদের হেলমেট উপহার দিচ্ছেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে মোটরসাইকেলচালকদের মধ্যে বিনামূল্যে ৫০০ হেলমেট বিতরণ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ রবিবার সকালে নড়াইল সদর থানার সামনের সড়কে চলাচলরত মোটরসাইকেলচালকদের মধ্যে হেলমেটগুলো বিতরণ করা হয়। হেলমেটগুলো অ্যাপভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও’র পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে সংগ্রহ করা হয়।

এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনও পাঠাও-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অ্যাপস ভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও এর পক্ষ থেকে ব্রান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশত হেলমেট বিতরণ করা হয়।

মাশরাফি বলেন, যারা হেলমেট পেলেন, তারা বাইক চালানোর সময় অবশ্যই ব্যবহার করবেন। হেলমেট নিয়ে ঘরে ফেলে রাখবেন না।

Bootstrap Image Preview