Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই বৃষ্টি কবে কমবে, যা জানালো আবহাওয়া দফতর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯, ০২:০৮ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ০২:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বুধবার সন্ধ্যে থেকেই শহর জুড়ে নেমেছে বৃষ্টি। মুষলধারে নয়, কিন্তু টানা বৃষ্টির দাপটে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। বৃহস্পতিবার সারা দিন রাত্তির টানা চলেছে বৃষ্টি। এমনকি রাতের দিকে বেশ কিছু এলাকায় ঝমঝমিয়ে দাপট দেখিয়েছে বৃষ্টি। এরই মধ্যে স্বস্তির বার্তা শোনাল হাওয়া অফিস। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা হলেও কম থাকবে বৃষ্টির দাপট। কিন্তু বৃষ্টি যে বন্ধ হবে একথা বলেনি হাওয়া অফিস। উলটে জানানো হয়েছে শনিবার থেকেই কমবে বৃষ্টি।

একদিকে অবশ্য খুশি বাঙালি। রবিবার কালীপুজোয় আপাতত এক ঝলমলে দিনের কথাই জানাচ্ছে মৌসম ভবন। পুজোর আগে টানা তিন দিনের বৃষ্টির জেরে কালী পুজো যে বাঙালি আনন্দের সঙ্গে কাটাবে তা বলাই যায়।

Bootstrap Image Preview