Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাঙালির সঙ্গে গৃহবধূ চলে আসায় গরু নিয়ে গেল ভারতীয় খাসিয়ারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ১১:২২ AM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview


সিলেটের জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভারতের সীমান্তবর্তী খাসিয়া সম্প্রদায়ের এক গৃহবধূর।

গেল শনিবার খাসিয়া ওই গৃহবধূকে গোপনে দেশে নিয়ে আসেন বাংলাদেশি যুবক ফিরোজ মিয়া (৩২)।

এ নিয়ে দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে গেল শনিবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার এক বাংলাদেশি নাগরিক ও ২০টি গরু ভারতে নিয়ে গেছে স্থানীয় খাসিয়ারা।

এ নিয়ে জৈন্তাপুর সীমান্তে উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছে।

জানা গেছে, ফিরোজ মিয়া উপজেলার টিপরাখলা সীমান্তের বাসিন্দা হারিছ উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার সঙ্গে গেল শনিবার পালিয়ে বাংলাদেশে চলে আসেন ভারতের এসপিটিলা এলাকার হেওয়াই বস্তির বাসিন্দা চংকর খাসিয়া (৩১)।

এ ঘটনাকে কেন্দ্র করে গেল রবিবার জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক হয়। বৈঠকে দুদিনের মধ্যে ভারতীয় খাসিয়া নারীকে ফেরত দেওয়ার আশ্বাস দেন বিজিবি কমান্ডার। তবে ফিরোজসহ ওই নারী আত্মগোপনে থাকায় গেল দুদিনে তাদের খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে এ ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে ১২৮৮ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকা দিয়ে ভারতীয় হেওয়াই বস্তির খাসিয়ারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে জৈন্তাপুর উপজেলার টিপরাখলা গ্রামের তজম্মুল আলীর ছেলে আব্দুন নুরকে (৪৪) ধরে নিয়ে যায়। এ সময় হাওর থেকে প্রায় ২০টি গরু ধরে সীমান্তের ওপারে নিয়ে যায় খাসিয়ারা।

ভারতীয় খাসিয়ারা বাংলাদেশি নাগরিকসহ গরু ধরে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির, নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর আহমদ ও আব্দুল হালিম।

অন্যদিকে গরু ধরে নিয়ে যাওয়া এবং নারীকে ফিরিয়ে না দেয়াকে কেন্দ্র করে জৈন্তাপুরের টিপরাখলা সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির বলেন, আমি ১২ অক্টোবরের ঘটনার পর বিএসএফের মধ্যস্থতায় খাসিয়াদের সঙ্গে আলাপ করে দুই দিনের মধ্যে ভারতীয় নারীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেই। তারা আমাদের কথা আমলে নেয়। কিন্তু ফিরোজের পরিবার আমাদের কথা না রাখায় ভারতীয় খাসিয়ারা উত্তেজিত হয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আব্দুল নুরকে ও বেশ কিছু গরু ধরে নিয়ে যায়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। খাসিয়ারা যাতে আর বাংলাদেশিদের গরু ধরে নিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Bootstrap Image Preview