Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ ফের আন্দোলনে নামছে বুয়েটের শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার বিচার, হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আজীবন বহিষ্কারসহ ১০ দফা দাবিতে আজ মঙ্গলবার আবারও আন্দোলনে নামছেন সেখানকার সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনরত একাধিক শিক্ষার্থী সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, ক্লাস-পরীক্ষা বর্জন করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ৬ অক্টোবর তার হলেই পিটিয়ে হত্যা করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য ৫টি দাবির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হওয়ায় এবং ভর্তি পরীক্ষা উপলক্ষে তাদের আন্দোলন দুই দিনের জন্য শিথিল করা হয়েছিল। সেই দুই দিন সোমবার শেষ হয়েছে। তাই মঙ্গলবার থেকে তারা আবারও আন্দোলন শুরু করবেন। ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন সায়েম খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ১২ অক্টোবর বলেছিলাম ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আমাদের আন্দোলন দুই দিনের (১৩ ও ১৪ অক্টোবর) জন্য শিথিল থাকবে। ১৫ অক্টোবর থেকে আমাদের আন্দোলন পুনরায় শুরু হবে।’ পরবর্তী কর্মসূচি সম্পর্কে মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের জানানো হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview