Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে নিয়ে ভারতে পালানোর সময় শিক্ষক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ০৮:৫৯ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ্ভাবে ভারতের পালিয়ে যাওয়ার সময় এক যুগলকে আটক করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ। আটককৃত প্রেমিকের নাম শ্রী উজ্জল কুমার। এ সময় তার সহযোগী ফুফাত ভাই চঞ্চল কুমারকেও আটক করা হয়।

গতকাল শনিবার বিকেলে হিলি ইমিগ্রেশনসংলগ্ন ডাকবাংলো এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বাসিন্দা।

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, বগুড়া নন্দিগ্রামের কুন্দারহাট এলাকার সপ্তম শ্রেণির এক মুসলিম ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গৃহ শিক্ষক শ্রী উজ্জল কুমার। এই প্রেমের জের ধরে শনিবার দুপুরে তারা হিলি সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধ্ভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে হিলি সীমান্তে আসেন বলে স্বীকার করেন।

ওসি আরও জানান, আটককৃতদের অভিভাবক ও নন্দিগ্রাম থানা পুলিশকে খবর দেওয়া হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিভাবকের উপস্থিতিতে তাদের নন্দিগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Bootstrap Image Preview