Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৭৬.২৮ শতাংশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ।

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নম্বর-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এবার ‘খ’ ইউনিটে ৭৬ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। অর্থাৎ পাসের হার মাত্র ২৩ দশমিক ৭২ শতাংশ। ‘খ’ ইউনিটের বহু নির্বাচনি পরীক্ষায় ৪২ হাজার ৯৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে ১৮৫৮১ জন শিক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ১৮৮ জন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল ২১ সেপ্টেম্বর। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮ জন।

Bootstrap Image Preview