Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজীবের পরিবারকে ১ মাসের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


দুই বাসের রেষারেষিতে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের হাত হারানোর পরে মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আগামী এক মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে স্বজন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই এ আদেশ দেন।

আদালতে স্বজন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল। রাজীবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে রাজীবের দুই ভাইকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে স্বজন পরিবহন আপিল বিভাগে আবেদন করেছিল।

এই আবেদনের শুনানিতে আজ আপিল বিভাগ বলেন, আগে রাজীবের দুই ভাইকে ১০ লাখ টাকা পরিশোধ করেন। এজন্য স্বজন পরিবহনকে আগামী এক মাসের সময় দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের রেষারেষিতে চিপায় পড়ে এক হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৬ এপ্রিল তার মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী রুহুল কুদ্দুস। 

গত ২০ জুন এক রায়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসকে এ দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী করে হাইকোর্ট। দুই বাসের কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা রাজীবের পরিবারকে পরিশোধ করতে বলা হয় ওই রায়ে।

Bootstrap Image Preview