Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ০৯:৪০ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ০৯:৪০ AM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব স্টেশনের আউটারে লোকাল ট্রেনের বগি   লইনচ্যুতির প্রায় পাঁচ ঘণ্টা পর গতকাল দিবাগত রাত ১টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শনিবার (১২ অক্টোবর) বেলা ১টার দিকে ময়মনসিংহ থেকে ২৪২ ডাউন লোকাল ট্রেনটি ছেড়ে আসে ভৈরবের উদ্দেশে। কিন্ত রাত ৮টার দিকে ভৈরব স্টেশনের আউটারের কাছাকাছি পৌঁছামাত্র ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। 

লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগার সিন্ধুর ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৪০ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ হলে প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কামরুজ্জামান ট্রেন লাইনচ্যুতির কথা স্বীকার করে বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন লাইনচ্যুতির পর উদ্ধারকারী ট্রেন কাজ সম্পন্ন করায় রাত ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

Bootstrap Image Preview