Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিস বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ০২:০৭ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ০২:০৭ PM

bdmorning Image Preview


শৃঙ্খলাভঙ্গের দায়ে দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানকে বহিষ্কার করেছে যুবলীগ। চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে আনিসের বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন দুর্নীতির তথ্য বের হয়ে আসায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে আনিসকে বহিষ্কার করা হয়।

এর আগে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের অনুপস্থিতিতেই সকাল ১০টায় বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

সভায় প্রেসিডিয়াম সদস্যরা জানান, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই নেবেন।

সরকারের চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা আরমান গ্রেপ্তারের পর ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। তলব করা হয় তার ব্যাংক হিসাব‌ও। এরপর থেকে রাজনৈতিক কর্মসূচি থেকে আড়ালে চলে যান ওমর ফারুক চৌধুরী।

Bootstrap Image Preview