Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুবককে মল-মূত্র খাওয়ানো সেই যুবলীগ নেতাসহ আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview


বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালতলা জামে মসজিদ সংলগ্ন রাস্তায় আজম বেপারী (২৫) নামের এক যুবককে হাত-পা বেধে নির্যাতনের পর মল-মূত্র খাওয়ানোর অভিযোগে যুবলীগ নেতা মাহবুব সিকদারসহ অভিযুক্ত রশিদ ও কবিরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। নির্যাতনের শিকার আজম বেপারী হরিনাথপুর বাজার সংলগ্ন এলাকার মহিউদ্দিন বেপারীর ছেলে।

হিজলার হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মাহবুব সিকদারের নেতৃত্বে টুমচর এলাকার রশিদ মাতুব্বর ও সোলায়মানসহ ৮জন মল-মূত্র খাওয়ানোর কাজে অংশ নেয় বলে স্থানীয়রা ভিডিওটি দেখে নিশ্চিত করেছেন। আর মল-মূত্র খাওয়ানোর দৃশ্য যুবলীগ নেতা মাহবুবের চাচাতো ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহারিয়ার বাদল ভিডিও ধারণ করে।

এছাড়া পুরো ঘটনার নেপথ্যে থেকে ইন্ধন জুগিয়েছেন নির্যাতনের শিকার আজমের ব্যবসায়িক অংশীদার জহির।

আজমের পিতা মহিউদ্দিন বেপারী জানান, জহির ও আজম দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। প্রথমদিকে তারা হরিনাথপুর লঞ্চঘাটে জ্বালানী তেলের ব্যবসা করতেন। এরপর তারা জমির ব্যবসা শুরু করেন। জমি ব্যবসায় তাদের প্রায় ১০ লাখ টাকা লাভ হয়। তবে আজম ব্যবসায়িক সমান অংশীদার হলেও জহির ওই টাকা আত্মসাৎ করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি আজম ব্যবসার লাভের টাকা দাবি করলে জহির ক্ষিপ্ত হয়ে আজমকে শায়েস্তা করার উপায় খুঁজতে থাকে।

সর্বশেষ আজমকে মারধর ও অপমান করতে যুবলীগ নেতা মাহবুব ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাদলকে টাকার বিনিময়ে ভাড়া করে জহির।

পরিকল্পনা মতো এক সপ্তাহ পূর্বে (৩০ সেপ্টেম্বর) আজমকে বড়ি থেকে ডেকে তালতলা জামে মসজিদ সংলগ্ন রাস্তায় নিয়ে যান মাহবুব। সেখানে আগে থেকেই মাহবুব ও তার সহযোগীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে আজমের হাত-পা বেধে নির্যাতন শুরু করে তারা। এরপর আজমের হাত-পা চেপে ধরে মাহবুবের সহযোগীরা। এসময় মাহবুব বদনা ভর্তি মল-মূত্র আজমের মুখে ঢেলে তা খাওয়ানো হয়। আর মল-মূত্র খাওয়ানোর ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন সেচ্ছাসেবকলীগের সভাপতি বাদল।

আজম বেপারীর পিতা আরো জানান, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী। তারা ক্ষমতাসীন দল করেন। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। এ কারণে আজম থানায় অভিযোগ দিতে সাহস পায়নি। এছাড়া ঘটনার পর তারা আজমকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ ভয়ে আজমকে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত সোমবার মল-মূত্র ঢালার ওই ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ঘটনার পর লোকলজ্জায় আজম বেপারী এলাকা ছেড়ে অনত্র চলে যান।

হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত মাহাবুবসহ ৩ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আজিমের স্বজনরা বাদী হয়ে মামলা দায়ের করবেন। ওই মামলায় যারা যারা এ ঘটনার সাথে জড়িত সকলকে আসামি করা হবে এবং তাদের গ্রেপ্তার করে আইন আওতায় আনা হবে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি সোমবার জেনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview