Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুয়েটের সেন্ট্রাল মসজিদে আবরারের জানাজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৯, ০৬:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ মুজাহিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ক্যাম্পাসের সেন্ট্রাল মসজিদে।

সোমবার (৭ অক্টোবর) মাগরিবের নামাজের পর সেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে, আবরারের বাবা ও মাসহ তার পরিবারের অনেকেই বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে এসেছেন।

ক্যাম্পাসে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন আবরারের বাবা বরকতুল্লাহ। এ সময় তার চাচা জহুরুল ইসলাম চিৎকার করে কাঁদতে কাঁদতে পুলিশের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদ মুজাহিদের রহস্যজনক মৃত্যু হয়। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আবরারকে হলের সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায়। সকালে কয়েকজন সহপাঠী অচেতন অবস্থায় আবরারকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ। এছাড়া আবরার হত্যার ঘটনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview